বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন




গাজায় হামাসের বেশিরভাগ টানেল অক্ষত: নিউ ইয়র্ক টাইমস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:০২ pm
সোনার খনিতে সোনা খনি Tunnel Surongo সুড়ঙ্গ যাত্রাপথ হামাস গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা karnaphuli Bangabandhu Sheikh Mujibor Rahman Tunnel কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সুড়ঙ্গ মালি
file pic

ইসরাইলের ভয়াবহ বিমান হামলা, স্থল অভিযান ও নিরবচ্ছিন্ন গোলাবর্ষণ সত্ত্বেও গাজা উপত্যকার বেশিরভাগ টানেল ব্যবস্থা অক্ষত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, এখনও হাজার হাজার হামাস যোদ্ধা ভূপৃষ্ঠের উপরে এবং ভূগর্ভে থেকে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এখনও উত্তর গাজায় অন্তত ৫,০০০ হামাস যোদ্ধা তৎপর রয়েছেন।

অথচ ইসরাইলি যুদ্ধমন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট এখন থেকে দুই মাস আগে দাবি করেছিলেন, উত্তর গাজায় হামাস পরাজিত হয়েছে এবং ইসরাইলি সেনারা সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

এদিকে, গাজার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে স্থল অভিযান শুরু করার তারিখ নিয়ে ইসরাইলি যুদ্ধমন্ত্রী গ্যালান্টের সঙ্গে অপর মন্ত্রী বেনি গান্তেজর মতপার্থক্য চলছে বলেও খবর পাওয়া গেছে।

ইসরাইলি সেনারা প্রায় পুরো গাজা উপত্যকায় নিজেদের উপস্থিতি বজায় রাখলেও উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে এখনও প্রবেশ করতে পারেনি। গত সাড়ে চারমাসে উত্তর ও মধ্য গাজায় ইসরাইলি আগ্রাসনের সময় প্রাণ বাঁচাতে লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন। ফলে গাজার মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ১৫ লাখ অধিবাসী রাফাহ শহরে অবস্থান করছেন যাদের বেশিরভাগেরই আশ্রয় হয়েছে তাবুতে। এ অবস্থায় তেল আবিবের গণহত্যার প্রধান সহযোগী আমেরিকা পর্যন্ত রাফাহ শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে। পার্সটুডে




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD