অমর একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে শনিবার। মঙ্গলবার রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা দ’দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন। মেলা পরিচালনা কমিটিকে তা জানানো হয়েছে। পরে রাতে মেলার তথ্য কেন্দ্রের মাইক থেকেও ২ দিন সময় বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
এবার বেচাবিক্রি আশানুরূপ না হওয়ায় প্রকাশকরা মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুরোধ করেছিলেন।