ফিলিস্তিনের যোদ্ধাগোষ্ঠী হামাসকে দৃঢ়ভাবে সমর্থন দেয়ার কথা প্রকাশ্যে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। শনিবার তিনি ইস্তাম্বুলে এক ভাষণে দ্ব্যর্থহীনভাবে এই সমর্থনের কথা প্রকাশ করেন।
এরদোগান বলেন, কেউ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে আমাদের সমর্থন নিতে পারবে না। তুরস্ক এমন একটি দেশ, যে হামাস নেতাদের সঙ্গে প্রকাশ্যে কথা বলে এবং দৃঢ়ভাবে তাদেরকে সমর্থন করে। ৭ই অক্টোবর ইসরাইলে হামাসের রকেট হামলার পর থেকে গাজা যুদ্ধ শুরু হয়। তখন থেকেই ইসরাইলের কড়া সমালোচনা করে আসছেন এরদোগান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১৯৮৭ সালের ডিসেম্বরে প্রথম ইন্তিফাদা শুরুর সময়ে প্রতিষ্ঠিত হয় ইসলামিক রেজিসট্যান্স মুভমেন্ট হামাস। শেখ আহমেদ ইয়াসিন ও ফিলিস্তিনের মুসলিম ব্রাদারহুডের অন্য সদস্যরা এর প্রতিষ্ঠাতা। গত বছর অক্টোবরে হামাসের রকেট হামলার পর পুরো গাজায় স্থল ও আকাশপথে বেপরোয়া গতিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে কমপক্ষে ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর বেশির ভাগই নারী ও শিশু। এমন হত্যাকাণ্ডের ফলে ইসরাইলকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এরদোগান। পাশাপাশি তারা গাজায় গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।