বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন




শুধু টাকা থাকলেই প্রযোজক হওয়া যায় না: শাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৪:৪১ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে দেশের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’।

আরশাদ আদনান প্রযোজিত এই ছবির পক্ষ থেকে গত বুধবার সন্ধ্যায় গুলশান ক্লাবে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। যেখানে পরিচালক হিমেল আশরাফ, প্রযোজক আরশাদ আদনান, শাকিব খানসহ ছবি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় শাকিব বলেন, আজকে আমিও এসেছি খুব সাদামাটাভাবে, খুব সিম্পলভাবে।

নো মেকআপ, নো গেটআপ- একজন সাধারণ শিল্পী হিসেবে আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ্য একসঙ্গে কিছু ভালো সময় কাটাতে।

যদিও এ সময় শাকিব তার ‘রাজকুমার’ নিয়েও কথা বলেন। ঢাকাই সিনেমার এই সুপারস্টার বলেন, যেহেতু এসেছি, রাজকুমার নিয়েও একটু কথা বলি। সবসময় তো আর আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে ওঠে না। ‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে।

রাজকুমারের প্রযোজক আরশাদ আদনানের প্রশংসা করে শাকিব বলেন, শুধু কিছু টাকা থাকলেই প্রযোজক হওয়া যায় না। প্রযোজককেও একজন শিল্পী হতে হয়। আরশাদ আদনান হচ্ছেন একজন বড় শিল্পী। তার মতো শিল্পমনা প্রযোজক আমাদের বেশি দরকার। অসম্ভব স্বপ্নবাজ একজন মানুষ। প্রিয়তমা তার উদাহরণ।

এবার ‘রাজকুমার’ দিয়ে সেটা আরও বেশি করে আঁচ পাবেন দর্শক। উল্লেখ্য, ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং নিউ ইয়র্কে দীর্ঘ সময় নিয়ে ছবিটির শুটিং হয়েছে। আসন্ন রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD