সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন




এফডিসি নিয়ে নতুন পরিকল্পনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ১০:২১ am
Bangladesh Film Development Corporation BFDC বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন করপোরেশন এফডিসি Gate গেট
file pic

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে নতুন মাত্রা যোগ হলো। গত মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝরনা স্পটের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এ সময় এফডিসি সংক্রান্ত নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করাই আমার স্বপ্ন। সে লক্ষ্য বাস্তবায়নের জন্য গুণগতমান সম্পন্ন কনটেন্ট নির্মাণ করতে হবে। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারলে আমরা নিজেরাই সম্মানিত হবো। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সিনেমা হল যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু প্রতিটি বড় শহরে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।

অনুদানের সিনেমার বিষয়ে তিনি বলেন, আমরা ভালো সিনেমাকে অনুদান দেবো। বাণিজ্যিক আর অবাণিজ্যিক কোনো ধারায় অনুদানকে বিভক্ত করতে চাই না। সব ভালো সিনেমাকেই আমরা অনুদান দেবো। এমনকি সিনেমায় ইকো সিস্টেমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্ক্রিপ্টিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত চলচ্চিত্রকে একটা ইকো সিস্টেমে আনা হবে।

সামনে এই এফডিসিতে এসে কেউ শুটিং করবেন না, শুটিং করবেন কবিরপুর ফিল্ম সিটিতে। এফডিসি’র এই জায়গাটা থাকবে গবেষণার জন্য। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও চিত্রনায়ক বাপ্পারাজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD