বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন




আইএমএফ ঋণ না দিলে আমরা রসাতলে যাবো-তা নয়: বাণিজ্যমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৮:৪০ am
Tipu Munshi Minister of Commerce বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
file pic

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, আইএমএফ’র শর্ত মেনে নিলে রিজার্ভে কোনো প্রভাব পড়বে না। সবদিক বিবেচনা করে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে। দেশের স্বার্থ মাথায় রেখে আইএমএফ’র শর্ত অর্থ মন্ত্রণালয় ফলোআপ করছে। রংপুরে লেক ভিউ পার্ক সিটি এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আইএমএফ টাকা না দিলে আমরা রসাতলে যাবো- তা কিন্তু নয়। যদি প্রয়োজন পড়ে সেজন্য একটা সিকিউরিটি নিয়ে রাখা।

আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে একথাগুলোর পাশাপাশি তিনি বলেছেন আমরা যেন এক ইঞ্চি জমিও ফাঁকা না রাখি। অর্থাৎ তিনি যে মেসেজটা দিতে চেয়েছেন, সেটা হলো- আমরা যেন সতর্ক হই এবং সর্বোচ্চ ফলনের চেষ্টা করি। একইভাবে আইএমএফ’র ব্যাপারটাও তাই। আশা করি আইএমএফ’র সঙ্গে কোনো সমস্যা হবে না।

নিত্যপণ্যের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য দপ্তরগুলো সজাগ রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তিনি রংপুর জেলা যুবলীগের সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে সকালে রংপুরে আসেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD