ক’দিন বাদেই শুরু হবে বিশ্বকাপ। প্রিয় দলকে সমর্থন দিতে কাতারে যাবে লক্ষ লক্ষ ফুটবল প্রেমী। লিওনেল মেসিদের খেলা দেখতে কাতারে সমাগম ঘটবে হাজার হাজার আর্জেন্টাইনদের। তবে দুঃসংবাদ রয়েছে দেশটির নির্দিষ্ট ৬ হাজার সমর্থকদের জন্য। কাতার বিশ্বকাপে নিষিদ্ধ হয়েছেন তারা। খবরটি নিশ্চিত করেছে ক্রীড়া মাধ্যম ইএসপিএন।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়, উগ্র সমর্থক কিংবা অবৈধ কোনো সংগঠনের সঙ্গে জড়িত এবং খাবার খেয়ে বিল না দেয়া এমন ৬ হাজার ব্যক্তির তালিকা প্রস্তুত করেছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স কর্র্তৃপক্ষ। যাদেরকে কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার বুয়েন্স আয়ার্স সিটি কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়।
বুয়েন্স আয়ার্সের বিচার ও নিরাপত্তা মন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেন, ‘যে ব্যক্তি এখানে সন্ত্রাসী কাজ করতে পারে, সে কাতারে গিয়েও করবে। আমরা ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে চাই। এ কারণে উগ্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে চাই।’
মার্সেলো ডি’আলেসান্দ্রো বলেন, ‘বারাস (উগ্র সমর্থক) নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত তারা।
যারা সবসময় খেলার মাঠে ধ্বংসাত্মক কাণ্ড ঘটায়। এছাড়া তারা ট্রাপিটোস (আর্জেন্টিনায় নিষিদ্ধ একটি ব্যবসা) এবং বকেয়া বিলের সঙ্গে জড়িত তারা। প্রায় তিন হাজারের মত বারাব্রাভা’র (লাতিন আমেরিকার ফুটবল সমর্থক গ্রুপ) সমর্থককে এমনিতেই স্থানীয় লীগের ম্যাচ দেখারও সুযোগ দেয়া হয় না।’
গত জুনে আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় কাতার দূতাবাসের সঙ্গে বৈঠক বসে। যেখানে আর্জেন্টিনার সহিংস সমর্থকদের বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত রাখার ব্যাপারে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই বৈঠকের ফলস্বরূপ ৬ হাজার আর্জেন্টাইনকে কাতার বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে।