শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন




রংপুর থেকে ছাড়ছে না বাস, ভোগান্তিতে যাত্রীরা

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৭:২০ am
পরিবহন TRANSPORT STRIKE bus halt বাস ধর্মঘট dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ
file pic

রংপুর থেকে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। কোনও পূর্ব ঘোষণা ছাড়ায় শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর থেকে বাস বন্ধ রেখেছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস না ছাড়ায় কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। কেউ কেউ বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

সকালে রংপুর নগরীর কামারপাড়ার ঢাকা কোচ স্ট্যান্ডে দেখা যায়, সবগুলো বাসের টিকিট কাউন্টার খোলা রয়েছে। তবে কাউন্টার ম্যানেজাররা বলছেন, যাত্রী সংকটের কারণে তারা বাস চলাচল বন্ধ রেখেছেন।

এসআর ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার মঞ্জ বলেন, ‘আমাদের বাস ধর্মঘট চলছে না। আমরা যাত্রীদের সংকটের কারণে বাস ছাড়তে পারছি না।’

যাত্রীরা অভিযোগ করেছেন, ইচ্ছে করে অঘোষিত বাস ধর্মঘটের কারণে বাস ছাড়ছে না—এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করেননি। বাস ধর্মঘটের কথা স্বীকার করতেও রাজি হননি।

ঢাকাগামী যাত্রী সাইফুল অভিযোগ করে বলেন, ‘বাস মালিকরা অঘোষিত ধর্মঘট ডেকে বাস চলাচল বন্ধ রেখেছে। এতে আমরা যাত্রীরা বিপদে পড়েছি।’

একই কথা বলেন ঢাকাগামী যাত্রী শাহানা। তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে রংপুরে এসেছিলাম। শনিবার কাজে যোগ দিতে ঢাকায় যেতে হবে। কিন্তু বাস বন্ধ ধাকায় যেতে পারছি না।’

এদিকে রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আফতাবুজ্জামান লিংকন জানান, বাস ধর্মঘটের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যাত্রীরা গোলমালের ভয়ে ঢাকায় যাচ্ছেন না। এ কারণে যাত্রী সংকট দেখা দেওয়ায় বাস ছাড়া যাচ্ছে না।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD