বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনা দলের জন্য ভালোবাসা প্রকাশ করে আসছেন ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিশেষ করে আর্জেন্টিনার প্রায় প্রতিটি খেলার সময়েই এ তারকা উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনা ও মেসির জন্য।
মেহজাবিনের প্রিয় খেলোয়াড়ও মেসি। মেহজাবিন অধির আগ্রহে অপেক্ষায় ছিলেন ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল নিয়ে। তাইতো খেলা শুরুর আগেই আর্জেন্টিনার জার্সি পরে ছবি তুলে পোস্ট দেন তিনি ফেসবুকে। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
আর এমন জয়ে উল্লসিত মেহজাবিনও। তিনি নিজের আরও একটি জার্সি পরিহিত ছবি পোস্ট করে লেখেন, মেসি বিশ্বকাপটা বাড়ি নিয়ে যাও। ভালোবাসা। মেহজাবিন বলেন, ফাইনালের মতো একটি ফাইনাল হয়েছে।
অবশেষে কষ্টার্জিত জয় পেয়েছে প্রিয় দল আর্জেন্টিনা। মেসির হাতে শিরোপা উঠেছে। এর চেয়ে আনন্দের আর কী থাকতে পারে। শুধু মেহজাবিনই নন, আরও অনেক তারকাই আর্জেন্টিনার জয়ে উল্লাস প্রকাশ করেছেন ফেসবুকে।
এরমধ্যে রয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, চঞ্চল চৌধুরী, শাকিব খান, অপূর্ব, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, পরীমনি, পূজা চেরী, তাসনিয়া ফারিণ, ফারিয়া শাহরীন, সাফা কবির, সাবিলা নূর, ইমরান, আরফিন রুমী, পুতুল, ঝিলিকসহ আরও অনেকে।