গত ২২শে ডিসেম্বর বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি (অনলাইন) অনুষ্ঠিত হয়। সভায় ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন, কোম্পানির সম্মানীত পরিচালক ইকবাল আহমেদ। নাজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, ওকে চৌধুরী, পরিচালক, এ.বি ছিদ্দিকুর রহমান, পরিচালক, কামরুন্নাহার আহমেদ, পরিচালক, রীম এইচ সামছুদ্দোহা, পরিচালক, মমতাজ উদ্দীন আহম্মেদ, পরিচালক, ডা. মোহাম্মদ ইব্রাহিম হোসেন খান, স্বতন্ত্র পরিচালক, মোহাম্মদ আলী নাওয়াজ, প্রধান অর্থ কর্মকর্ত এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব আসাদ উল্ল্যাাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেন।
কোম্পানির ঈর্শ্বনীয় সাফল্যে সম্মানীত শেয়ার হোল্ডারগণ সন্তষ্টি প্রকাশ করেন এবং শেয়ার হোল্ডারগণ গত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।