রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন




দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়

বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৮:০০ pm
Supreme Court of India সুপ্রিম কোর্ট ভারত ইন্ডিয়া আদালত
file pic

মঙ্গলবার একটি চাঞ্চল্যকর রায়ে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিলো-বিয়ের পর স্বামী বা স্ত্রী যদি যৌন সম্পর্ক স্থাপনে অনীহা প্রকাশ করেন তাহলে তা নিষ্ঠুরতার শামিল হবে এবং বিবাহ বিচ্ছেদের পর্যাপ্ত কারণ হিসেবে গণ্য হবে।

দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি জিতেন্দ্র কুমার কাইত এবং নিনা বনশল এই আদেশ দেন ২০০৪ সালের একটি মামলায়।

হিন্দু আইন অনুযায়ী এই দম্পতির বিয়ে হয়েছিল। পঁয়ত্রিশ দিন তারা একই ছাদের নিচে বসবাস করেছিলেন। কিন্তু স্ত্রীর আপত্তিতে স্বামী কোনোদিনই তার সঙ্গে যৌন সংসর্গ করতে পারেননি। পয়ত্রিশ দিন পর স্ত্রী তার বাপের বাড়িতে চলে যান। স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা করেন। উনিশ বছরে কেন এই মামলার নিষ্পত্তি হয়নি সেই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চ ডিভোর্স মঞ্জুর করে।

উল্লেখযোগ্য, স্বামী বা স্ত্রীর মধ্যে কেউ মিলনে অক্ষম হলে ভারতীয় দণ্ডবিধি ডিভোর্সের অনুমতি দেয়। কিন্তু, স্বামী-স্ত্রী যেখানে সম্পূর্ণ সক্ষম সেখানে একজনের অসম্মতিতে শারীরিক সম্পর্ক না হলে এখন থেকে বিয়ের আনালমেন্ট হবে। অর্থাৎ, আইনত এক্ষেত্রে ডিভোর্স পাওয়া যাবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD