বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন




তারকাদের নিয়ে বিরক্ত সালমান খান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ১২:১৭ pm
Abdul Rashid Salim Salman Khan Indian actor আব্দুর রশিদ সেলিম সালমান খান
file pic

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৬’ ১লা অক্টোবর থেকে শুরু হয়েছে। সম্প্রতি মুম্বইয়ে রিয়েলিটি শো-এর প্রচার করার সময় সঞ্চালক সালমান খান জানান, রিয়েলিটি শো-এ তারকা প্রতিযোগীদের দেখতে মোটেও ভালো লাগে না তার।

আমার ভীষণ রাগ ধরে, যখন দেখি মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন প্রতিযোগীরা। দর্শক তো কেবল সেটুকুই দেখেন যেটুকু আমরা দেখাই। কিন্তু এক ঘণ্টার শো-তে কতকিছুই যে কাটছাঁট করতে হয় সম্পাদনায়।

মাঝে মাঝে সত্যিই বিরক্ত লাগে যখন তারকাদের রোয়াব সামলাতে হয় আমাকেই। সেগুলো তো সম্প্রচারিত হবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD