রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন




টুইটারের দৈনিক লোকসান ৪০ লাখ ডলার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ ৫:২৮ am
Elon Reeve Musk ইলন রিভ মাস্ক Elon Reeve Musk FRS Twitter Social network company টুইটার সোশ্যাল নেটওয়ার্ক ইলন মাস্ক
file pic

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক বলেছেন, টুইটারে দিনে ৪০ লাখ ডলার লোকসান গুনছে। তাই ছাঁটাই ছাড়া প্রতিষ্ঠানের অন্য কোনো উপায় নেই।তিনি প্রতিষ্ঠানের কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করার নির্দেশ দিয়েছেন। না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন।কর্মকর্তাদের পাঠানো এক ই-মেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের এভাবে কাজ করতে হবে। খবর ওয়াশিংটন পোস্টের।

মাস্ক আরও বলেন, বৃহস্পতিবারের মধ্যে যারা এতে সই করবেন না, তাদের তিন মাসের বেতন দিয়ে ছুটি দেওয়া হবে।শুধু ব্যতিক্রমী কাজ দেখাতে পারলেই প্রতিষ্ঠানে টিকে থাকা যাবে। নতুন টুইটারের অংশ হতে চাইলে কর্মীদের বৃহস্পতিবার ৫টার মধ্যে একটি লিংকে ক্লিক করতে বলা হয়েছে।টুইটারের মালিক বলেন, ‘আপনি যে সিদ্ধান্তই নিন না কেন টুইটারকে সফল করতে প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।’বিশ্বের সবচেয়ে ধনী এ ব্যক্তিমালিকানা নেওয়ার পর এর মধ্যেই টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে টুইটারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD