দেশের পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করেছে হিমাদ্রি লিমিটেড। মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে কোম্পানিটি সিএসইর এসএমই প্ল্যাফর্মে বিবিধ খাতে তালিকাভুক্ত হয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, হিমাদ্রি লিমিটেডের শেয়ারের লেনদেন সিএসইর এসএমই প্ল্যাটফর্মে ১১ এপ্রিল থেকে শুরু হলো। কোম্পানিটের স্ক্রিপ আইডি হলো- ‘32605’ এবং স্ক্রিপ কোড হলো- ‘HIMADRI’। রেফারেন্স প্রাইস হবে ডিএসইতে ট্রেড করা কোম্পানির শেষ ক্লোজ প্রাইস ৩৫.৩০ টাকা।
২০২১ সালে হিমাদ্রি লিমিটেড দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করে। পরবর্তীতে প্রায় দুই বছর পর সিএসইর এসএমই প্ল্যাটফর্মে কোম্পানিটি তালিকাভুক্ত হলো।