চার ঘণ্টা হয়ে গেল রাজধানী নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটের সদস্যরা আপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে। এছাড়া যোগ দিয়েছে সেনা, নৌ, বিজিবি, র্যাব সদস্যরা। চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা বলছেন, বাতাসের কারণে ধোঁয়া বেশি হচ্ছে। ধোঁয়াচ্ছন্ন অন্ধকার পরিবেশে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের।
আর মাত্র কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। নিউ মার্কেটসহ রাজধানীর সবগুলো মার্কেটই জমজমাট বিকিকিনিতে। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। তেমনি নিউ মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সেহেরি খেয়ে যখনই ঘুমাতে যাবেন ঠিক তখনই খবর আসে আগুনের। ব্যবসায়ীরা দ্রুত এসে দোকানের মালামাল বের করার চেষ্টা করছেন।