রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন




অবিশ্বাস্য মূল্যে বাজারে বেনকো এস১প্রো এবং ভি৯১

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২২ pm
Walton Primo R10 ওয়ালটন ৮ জিবি র‌্যামের স্মার্টফোন প্রিমো আর টেন
pic/Primo R10

বাজারে এসেছে বেনকো এস১প্রো এবং বেনকো ভি৯১ স্মার্টফোন। বেনকো এস১প্রো আগে আসা বেনকো এস১ এর একটি আপডেট মডেল। বেনকো এস১ এর তুলনায়, এটি মেমরি, ক্যামেরা এবং দ্রুত ব্যাটারি চার্জিং সহ আরও উন্নত ফিচার নিয়ে এসেছে। বেনকো এস১প্রো ফিল্মের প্রতিটি ফ্রেমের কালারকে ডিটেইল দেখাবে। এতে রয়েছে ৬.৮ ইঞ্চি এফএইচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে। ৯১.৪% এর স্ক্রিন-টু-বডি এবং ২০.৫:৯ এর অ্যাসপেক্ট রেশিওসহ, বেনকো এস১প্রো মুভি দেখার জন্য, গেম খেলার জন্য বা ওয়েব ব্রাউজ করার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা সম্পন্ন হ্যান্ডসেট।

ফোনটি ধরে রাখার সময় ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম ফিল নিশ্চিত করবে এস১প্রো। এর ৮ জিবি + ২৫৬ জিবির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবির দাম ১৪ হাজার ৯৯০ টাকা।

বেনকো ভি৯১– এ রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি + ওয়াটার ড্রপ ডিসপ্লে ৯০.১৪% এর স্ক্রিন-টু-বডি এবং ২০:৯ এর অ্যাসপেক্ট রেশিওসহ মুভি দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজ করার অন্যন্য অভিজ্ঞতা। এর অন্যতম বৈশিষ্ট্য হলো ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা।

ফোনটি ধরে রাখার সময় ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম ফিল নিশ্চিতে ব্যবহার করা হয়েছে মুনলাইট ডিজাইন। বেনকো ভি৯১ এর দাম ৪ জিবি + ১২৮ জিবি ৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮জিবির দাম ১১ হাজার ৯৯৯ টাকা।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD