বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন




বলিউডের অনেকেই ‘ডার্ক ওয়েবে’ কাজ করেন: কঙ্গনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪০ am
Kangna Amardeep Ranaut is an Indian actress and filmmaker who works primarily in Hindi films. Known for her portrayals of strong-willed, unconventional women in female-led films, she is the recipient কঙ্গনা কঙ্গনা রানাওয়াত (উচ্চারিত [kəŋɡənaː raːɳoːʈʰ]; কঙ্গনা রনৌত, জন্ম: ২৩ মার্চ ১৯৮৭) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
file pic

কঙ্গনা যত না পর্দায় থাকেন, তার চেয়ে বেশি থাকেন সমাজমাধ্যমে। কঙ্গনাকে নিয়ে তেমনটাই বলে থাকেন নিন্দুকেরা। বলিউডের কে কোথায় কী করেছেন, কী বলছেন সবই প্রায় তার নজরে থাকে। জানার পর যে মুখে কুলুপ আঁটেন কঙ্গনা, তা-ও নয়। সেই বিষয়টি নিয়ে সরব হন। সম্প্রতি বলিউডের একাংশের বিরুদ্ধে এক বড় অভিযোগ আনলেন কঙ্গনা।

অভিনেত্রীর জোরালো দাবি, বলিপাড়ার অনেকেরই নাকি ‘ডার্ক ওয়েব’ (অবৈধ ইন্টারনেট)-এ আনাগোনা আছে। সেখানে নাকি অনেক চেনামুখ দিনের পর দিন নানা আইনবিরুদ্ধ কাজ করে চলেছেন। খরব আনন্দবাজার অনলাইনের।

বিভিন্ন সময়ে বলিউডকে একহাত নিতে ছাড়েন না কঙ্গনা। বলিউডে তিনি এমনিতেই স্পষ্টবক্তা হিসাবে পরিচিত। তার জন্য কম কটাক্ষ শুনতে হয় না কঙ্গনাকে। কিন্তু তিনি তো পিছু হটার পাত্রী নন। এ বারও তার অন্যথা হয়নি। ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এ বার থেকে যিনি ফোন করছেন তার নাম, পরিচয় ফুটে উঠবে মোবাইলে। তার পরেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘ভালো উদ্যোগ। এ বার কেন্দ্রের উচিত ‘ডার্ক ওয়েব’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

বলিউডকে নিশানা করে কঙ্গনা আরও বলেন,‘বলিপাড়ার অনেক জনপ্রিয় তারকা এই ‘ডার্ক ওয়েব’-এর সঙ্গে যুক্ত আছেন। এর মাধ্যমে নানা অবৈধ কাজকর্ম হয়ে চলেছে। ‘ডার্ক ওয়েব-এর এর মাধ্যমে মেল, হোয়াট্সঅ্যাপও হ্যাক করে নিচ্ছেন অনেকে। সবার আগে এই ডার্ক ওয়েবের রহস্যের কিনারা করা জরুরি। তা হলে অনেকে বড় নাম প্রকাশ্যে আসবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD