বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন




এবার ভিন্নরূপে অপূর্ব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:১০ pm
Ziaul Faruq Apurba model actor অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব
file pic

২৪শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি’র প্রাঙ্গণে হয়ে গেল ওটিটি প্ল্যাটফরম দীপ্ত প্লে’র নতুন ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’ এর প্রিমিয়ার শো।

এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভি’র সিইও ফুয়াদ চৌধুরী, হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, ইউএনও স্যারের পরিচালক সৈয়দ শাকিল, রচয়িতা মেজবাহ উদ্দিন সুমন, প্রধান চরিত্রের অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, ভিশন ইলেকট্রনিক্স মিডিয়ার হেড অফ মার্কেটিং মাহবুবুর রহমান, দীপ্ত টিভি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।

শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে। সেই দেশপ্রেমের প্রমাণ দেখাতে দীপ্ত প্লে’র পর্দায় এলেন অপূর্ব। যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। এমন রূপে এর আগে দেখা যায়নি তাকে। ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখানো হয়েছে ফিল্মটিতে।

আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। পরিচালক বলেন, আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।

দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে। পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইউএনও স্যার’।

অপূর্ব ছাড়াও ফিল্মে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভূঁইয়া সহ আরও অনেকে। ‘ভিশন’ নিবেদিত ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD