বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন




শেয়ারবাজারে জেড শ্রেণিতে যাচ্ছে আরও ৬ কোম্পানি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৫:৫২ pm
শেয়ার বাজার শেয়ারবাজার শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket
file pic

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে আরও ৬টি কোম্পানিকে নতুন করে ‘জেড’ শ্রেণিভুক্ত করা হচ্ছে। আগামীকাল সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন করে যেসব কোম্পানি ‘জেড’ শ্রেণিভুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাকটিভ ফাইন, এএফসি অ্যাগ্রো, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, নিউলাইন ক্লথিংস, প্রাইম ফিন্যান্স ও প্রাইম টেক্সটাইল।

ডিএসই কর্তৃপক্ষ আজ রোববার সংস্থাটির ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে। ডিএসই বলছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ১৫ ফেব্রুয়ারি নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলোকে জেড শ্রেণিতে স্থানান্তর করা হচ্ছে।

ডিএসই সূত্রে জানা গেছে, টানা ২ বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় নতুন করে ৬টি কোম্পানিকে জেড শ্রেণিতে স্থানান্তর করা হচ্ছে।

শেয়ারবাজারে সেসব কোম্পানিকেই জেড শ্রেণিভুক্ত করা হয় যেগুলো দুর্বল মানের বা জাঙ্ক শেয়ার হিসেবে পরিচিত। এ কারণে এই শ্রেণিভুক্ত কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ধরনের ঋণসুবিধা পাওয়া যায় না। ডিএসই বলেছে, শ্রেণি পরিবর্তনের কারণে এসব কোম্পানির শেয়ারের বিপরীতে কোনো ধরনের ঋণসুবিধা না দেওয়ার জন্য ঋণদাতা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের কোম্পানির শেয়ারের লেনদেন নিষ্পত্তিতেও বাড়তি সময় লাগে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বিএসইসির নির্দেশনায় ২২টি কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা হয়েছিল। আগামীকাল নতুন করে আরও ৬টি এ শ্রেণিভুক্ত হলে তাতে ডিএসইতে জেড শ্রেণির কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৫টিতে। আজ রোববার পর্যন্ত ডিএসইতে জেড শ্রেণিভুক্ত কোম্পানির সংখ্যা হচ্ছে ৪৯টি।

নতুন ৬টি কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা হচ্ছে তার মধ্যে প্রাইম টেক্সটাইল, প্রাইম ফিন্যান্স, এএফসি অ্যাগ্রো ও অ্যাকটিভ ফাইন ‘বি’ শ্রেণি থেকে এবং নিউলাইন ক্লথিংস ও ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স ‘এ’ শ্রেণি থেকে জেড শ্রেণিতে স্থানান্তর হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD