ক্যারিয়ারের দিক থেকে চিত্রনায়িকা শবনম বুবলী বেশ ভালো অবস্থানে রয়েছেন। বর্তমানে নায়িকাদের মধ্যে সব থেকে ব্যস্ত সময় পার করছেন তিনি।
শুধু তাই নয়, ভালো ও বড় প্রজেক্টগুলোতেও যুক্ত হওয়ার খবর দিচ্ছেন এ নায়িকা। বর্তমানে কমপক্ষে হাফ ডজন সিনেমা মুক্তির জন্য প্রস্তুত বুবলীর। অন্যদিকে ক’দিন আগেই কলকাতায় নিজের প্রথম সিনেমার কাজ শেষ করে এসেছেন এ নায়িকা। এবার প্রস্তুতি নিচ্ছেন ঈদের। মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত নতুন সিনেমা ‘দেয়ালের দেশ’। বেশ ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে এ সিনেমা।
কিছুদিন আগেই শুক্রবার দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে ঈদে ছবিটি মুক্তির কথা ঘোষণা করেন পরিচালক। নতুন এই পোস্টারেও খানিকটা রহস্য রেখেছেন নির্মাতা।
ঠিক সন্ধ্যে নামার মুখে শবনম বুবলী ও শরিফুল রাজ বসে আছে সমান্তরালে। যাতে পুরোপুরি নয়, অর্ধেক শরীর দেখানো হয়েছে। পরনে লাল টকটকে শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলী ফুলের মালা, হুইলচেয়ারে বসে আছেন বুবলী। অপরপ্রান্তে রাজ। কিছুটা বিবাগি সে। চোখে মুখে হাহাকার আর উদাসীনতা স্পষ্ট। ‘দেয়ালের দেশ’ ছবির মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ ও বুবলী।
পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। সরকারি অনুদানে নির্মিত ছবিটির গল্প নিয়ে বুবলী বলেন, ছবিটির গল্পই দুর্দান্ত। পড়েই দারুণ লেগেছে। এ সিনেমাটি ব্যতিক্রম। এর গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের।
এ ধরনের চরিত্রে এর আগে আমার কাজ করা হয়নি। বিশেষ করে আমার জন্য এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। কারণ তখনও অবধি আমি ফুল কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছে।
আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে দেবে ‘দেয়ালের দেশ, এই বিশ্বাস আছে। রাজ-বুবলী ছাড়াও দেয়ালের দেশ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।