রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১২ অপরাহ্ন




ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ৫:৩০ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার একসঙ্গে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট-এর ফলাফল প্রকাশ করা হবে।

প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাবির ভর্তি পরীক্ষা। বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলে ৯ মার্চ পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে, যেখানে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং মাধ্যমিক (এসএসসি) বা সমমান ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর বরাদ্দ দেওয়া ছিল।

ফলাফল কাল, যেভাবে জানা যাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় প্রকাশিত হবে।

বিশ্ববিদ্যালেয়ের ওয়েবসাইটে admission.eis.du.ac.bd এ ফলাফল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য ফোনের মেসেজ অপশনে গিয়ে DU ALS roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞান ইউনিটের জন্য টাইপ করতে হবে DU SCI roll no।

ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য টাইপ করতে হবে DU BUS roll no।

চারুকলা ইউনিটের জন্য টাইপ করতে হবে DU FRT roll no।

সব ইউনিটের জন্যই ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD