সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২১ অপরাহ্ন




শান্তিরক্ষীদের রেমিট্যান্সে প্রণোদনার নির্দেশ

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ১:৪৫ pm
Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত শান্তিরক্ষীদের পাঠানো রেমিট্যান্সেও প্রণোদনা দেওয়ার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

রোববার (৪ ডিসেম্বর) এবিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করেছে।

সার্কুলারে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের বিদেশে অবস্থানকালীন সময়ে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে প্রেরণ করলে ওই অর্থের বিপরীতে প্রণোদনা সহায়তা প্রদান করতে হবে।

এতে আরও বলা হয়, প্রণোদনার অর্থ পেতে সংশ্লিষ্ট সংস্থা তাদের সদস্যদের প্রত্যেকের প্রাপ্যতার তালিকাসহ তাদের ব্যাংক বরাবর আবেদন করতে হবে। অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংকের একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট (এবিডি) বরাবর আবেদন করবে। সরকার থেকে তহবিল পাওয়া সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ প্রেরণ করবে। সংশ্লিষ্ট বাহিনীর প্রদত্ত তালিকা মোতাবেক সদস্যদের ব্যাংক হিসাবে প্রনোদনা জমা করবে ব্যাংক।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD