ঘরোয়া হিংসার শিকার হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এক সাক্ষাৎকারে সম্প্রতি এই বিস্ফোরক অভিযোগ করে এ অভিনেত্রী জানান, বিয়ের পর তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল স্বামী।
বন্ধ করে দেয়া হয়েছিল পড়াশোনাও। দুই বাংলাতেই অভিনেত্রী হিসেবে আজমেরী হক বাঁধনের কদর রয়েছে।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজে তিনি হয়েছিলেন মুসকান জাবেরি। আবার বলিউডে ডেব্যু করছেন বিশাল ভরদ্বাজের হাত ধরে।