নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি মেসির বয়স ৩৫ বছর। এই বয়সে অনেক রেকর্ড গড়েছেন ফুটবলের এই জাদুকর। ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন সেমিফাইনালকে সামনে রেখে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা।এতে বলা হয়, বিশ্বে মাত্র ৬ ফুটবলারের মধ্যে একজন মেসি, যিনি ৫ বার বিশ্বকাপ খেলেছেন। বাকি ৫ জন হলেন, লোথার ম্যাথিউস, রাফায়েল মার্কেজ, আন্দ্রেজ গর্দেদো, ক্রিশ্চিয়ানো রোনালডো এবং অ্যান্তোনিও কারবাজাল।
বিশ্বকাপে এ পর্যন্ত ২৪টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ফুটবলার লোথার ম্যাথিউসের তুলনায় যা মাত্র ১টি কম। সেমিফাইনালে জিতলে এ তালিকায় শীর্ষে থাকবেন লিওনেল মেসি।বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় ধরে খেলেছেন পাওলো মালদিনির। তিনি ২ হাজার ২১৭ মিনিট বিশ্বকাপে খেলেছেন। তার পরেই মেসির অবস্থান।মেসি খেলেছেন ২ হাজার ১০৪ মিনিট। যদি আসন্ন সেমিফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে অতিরিক্ত সময়ে গড়ায় তবে সবচেয়ে বেশি সময় ধরে খেলার তালিকায় শীর্ষে উঠবেন মেসি।