গুঞ্জন ছিল কাতার আসর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ। সেমিফাইনাল জিতে আর্জেন্টাইন সুপারস্টার জানালেন, বিশ্বকাপের ফাইনালেই তৈরি হবে তার বিদায়ের মঞ্চ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ডেপোর্তিভো ওলেকে মেসি বলেন, ‘বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার সুযোগ পেয়ে আমি অনেক আনন্দিত।’
লিওনেল মেসির বয়স ৩৫ বছর। ২০২৬ বিশ্বকাপে তার বয়স থাকবে ৩৯। মেসি মনে করেন, সেই বয়সে আরেকটি বিশ্বকাপ খেলা কঠিন। তিনি বলেন, ‘আরেকটি বিশ্বকাপ আসতে অনেক দেরি। আমার মনে হয় না আমি সেখানে অংশ নিতে পারব। (ফাইনাল খেলে) এভাবে বিদায় নেয়াই সর্বোত্তম উপায়।’
৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয় শিরোপা থেকে একটি জয়ের দূরত্ব আর্জেন্টিনার। শেষটা কি রাঙাতে পারবেন লিওনেল মেসি? আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘কঠিন লড়াইয়ের পর আমরা মাত্র এক ধাপ পেছনে রয়েছি। এবার শিরোপা জিততে (ফাইনালে) নিজেদের উজাড় করে দেবো আমরা।’
আগামী ১৮ই ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল। রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।