বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন




ইউক্রেনে আবারও বড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া: জেলেনস্কি

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৬:১৩ pm
Volodymyr Oleksandrovych Zelenskyy transliterated Zelensky Zelenskiy Ukrainian president Ukraine capital Kyiv Kiev রাষ্ট্রপতি ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি ইউক্রেন কিয়েভ
file pic

ইউক্রেনে আবারও বড় আকারের হামলা করতে পারে রাশিয়া। এজন্য তাদের যথেষ্ট সেনাবাহিনী ও অস্ত্র মজুদ আছে এমন শঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।শুক্রবার রাতে এক ভিডিও বার্তা তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

ইউক্রেনের দাবি, শুক্রবার দেশটিতে ৯ম বারের মতো হামলা করে অনেক হাসপাতাল, বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে রাশিয়া। এ হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা খারকিভ শহর। মূলত জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালায় রাশিয়া।

ইউক্রেন প্রশাসন জানায়, এদিন প্রায় ৭৬টি ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের ৯টি বিদ্যুৎস্থাপনা কেন্দ্র।প্রসঙ্গত, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে দুই লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এমন দাবি করেছেন ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি।

তবে রাশিয়ার এ বাহিনীকে থামানো সম্ভব বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, ৩০০ ট্যাংক, ৬০০ সশস্ত্র যুদ্ধযান এবং ৫০০ হাউইটজার থাকলেই তাদের দমানো যাবে। এ হামলা মোকাবিলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে সরকারের কাছে আরও অস্ত্র সরবরাহের আবেদন।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD