২০১৪ ব্রাজিল বিশ্বকাপ। প্রতিবেশী দেশে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনা ও লিওনেল মেসির। আজ আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করানোর দ্বিতীয় সুযোগ সেমির সামনে। সঙ্গে রয়েছে একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ার সুযোগও। দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে নামলেই সাতটি ব্যক্তিগত কীর্তি গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক। থাকছে ফুটবল সম্রাট পেলেকেও ছাপিয়ে যাওয়ার সুযোগ।
সবচেয়ে বেশি ম্যাচ
২০০৬ সাল থেকে বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। এ পর্যন্ত বিশ্বকাপের ২৫ ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নামলে বিশ্বকাপের সবচেয়ে বেশি ২৬ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়বেন তিনি। এ ক্ষেত্রে পেছনে ফেলবেন জার্মানির বিশ্বজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউজের ২৫ ম্যাচ খেলার রেকর্ড।
সবচেয়ে বেশি মিনিট
বিশ্বকাপের ২৫ ম্যাচে মেসি এখন পর্যন্ত খেলেছেন সর্বমোট ২১৯৪ মিনিটি। সময়ের হিসাবে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ২২১৭ মিনিট খেলে শীর্ষে আছেন ইতালির সাবেক অধিনায়ক পাওলো মালদিনি। আজ রোববার ফাইনালে ২৪ মিনিট খেললে শীর্ষে ওঠে আসবেন আর্জেন্টাইন প্রাণভোমরা।
সবচেয়ে বেশি জয়
বিশ্বকাপের ২৫ ম্যাচে লিওনেল মেসির জয়ের স্বাদ পেয়েছে ১৬টিতে। এখানেও দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। কাতার বিশ্বকাপের আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে পারলেই আরও একটি রেকর্ড স্পশ করার সুযোগ রয়েছে তার। বিশ্বকাপের এখন পর্যন্ত ১৭ ম্যাচ জিতে এই তালিকার শীর্ষে আছেন জার্মানির সাবেক তারকা মিরোস্লাব ক্লোজা। ফাইনাল জিতলেই ক্লোজার এই রেকর্ডের ভাগ বসাবেন সাতবারের বর্ষসেরা ফুটবলার।
সবচেয়ে বেশি অ্যাসিস্ট
বিশ্বকাপে সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি ১০টি গোল করিয়েছেন পেলে। আর বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৯টি। ফাইনালে সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করালে ভাঙবে ফুটবল সম্রাট পেলের রেকর্ড। আর একটি গোলে সাহায্য করলে ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের কালোমানিককে।
দুই গোল্ডেন বল জয়ী
বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস ভাঙার হাতছানি লিওনেল মেসির সামনে। দেশকে শিরোপা জেতাতে না পারলেও, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। জিতেছিলেন গোল্ডেন বল। এবার কাতার বিশ্বকাপেও গোল্ডেন বল জেতার অন্যতম দাবিদার আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে দুইবার সেরা ফুটবলার হওয়ার নজির নেই কারও। তিনিই হতে পারেন এই রেকর্ড গড়া বিশ্বের একমাত্র ফুটবলার।
গোল্ডেন বুট এবং গোল্ডেন বল জয়ী
৫টি করে গোল করে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ গোলদাতা হিসেবে জেতার সুযোগ রয়েছে গোল্ডেন বুট জেতার। আবার প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে আসায় জিততে পারেন টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল। ফলে বিশ্বের সপ্তম ফুটবলার হিসাবে বিশ্বকাপে একই সঙ্গে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল নজির গড়বেন তিনি।
সবচেয়ে বেশি গোলে অবদান
বিশ্বকাপে এ পর্যন্ত মেসি গোল করেছেন ১১টি এবং করিয়েছেন ৯টি। দলের ২০টি গোলে তাঁর অবদান রয়েছে। এ ক্ষেত্রে মেসির আগে শুধু পেলে। বিশ্বকাপের ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের ১০টি গোল করিয়েছেন ব্রাজিলের পেলে সম্রাট। দলের মোট ২২টি গোলে অবদান রয়েছে তাঁর। ফাইনালে দলের দুটি গোলে অবদান রাখতে পারলে এ ক্ষেত্রেও পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি।