বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন




১১ বছর ওএসডি, তারপর বাধ্যতামূলক অবসর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১২:৩৭ am
Bangladesh Police বাংলাদেশ পুলিশ
file pic

১১ বছর ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি)তে রাখার পর পুলিশের এক শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

এই কর্মকর্তা হলেন, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. মুনির হোসেন। তাকে অবসরে পাঠিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে‌ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

মুনির হোসেন ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই পু‌লিশ কর্মকর্তা‌কে বাধ্যতামূলক অবসরে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এর আগে চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে পুলিশের দুজন ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এদের মধ্যে দুজন ছিলেন– ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরও চার কর্মকর্তাকেও এসময়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ, সে ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD