বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন




জামায়াত অনুমতি না নিয়েই মিছিল বের করে: ডিএমপি কমিশনার

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ৫:১৮ pm
DMP chief Dhaka Metropolitan Polic dmp commissioner Khandaker Golam Faruq ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
file pic

রাজধানীতে জামায়াতে ইসলামীর গণমিছিলে বাধা দেওয়ার জন্য দলটির অনুমতি না নেওয়াকে কারণ দেখিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের কাছ থেকে তারা কোনো অনুমতি নেয়নি, আবেদনও করেনি।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে শুক্রবার ঢাকায় জামায়াত মিছিল বের করতে গেলে পুলিশের বাধা পায়। তখন দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে, তাতে বেশ কয়েকজন আহত হন।

ডিএমপি কমিশনার বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি, বায়তুল মোকাররম মসজিদে জুম্মার পর এবং আবুল হোটেলের ওখানে তারা (জামায়াত) সমবেত হবে।

“সেসব জায়গায় আহমদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তারা সেসব জায়গায় না করে মৌচাকের ওদিকে করেছে। আমাদের পুলিশ সদস্যরা জানতে পেরে সেখানে গিয়ে তাদের অবৈধ কর্মকাণ্ডে বাধা দেয়।”

সংঘর্ষের জন্য জামায়াতকে দায়ী করে তিনি বলেন, “তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। তাদের হামলায় ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছে।”

অনুমতি না নেওয়ায় এবং পুলিশের উপর হামলার বিষয়টি ‘অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে‘ জানিয়ে ফারুক বলেন, “আইন অমান্যকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নাই।”




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD