শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন




রাজউক থেকে ৩০ হাজার নথি গায়েব: ব্যাখ্যা চাইলো হাইকোর্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩ ১২:৫৫ pm
SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত
file pic

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভার থেকে প্রায় ৩০ হাজার নথি গায়েব হওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট।

কাগজপত্র হারিয়ে যাওয়ার ঘটনাটি সত্য কি না এবং ঘটনাটি সত্য হলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে রাজউক চেয়ারম্যানকে আজ সোমবার নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

প্রয়োজনীয় আদেশের জন্য প্রথম আলোর প্রতিবেদনটি হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

রাজউকের সার্ভার থেকে ভবন নির্মাণের অনুমতি চেয়ে করা প্রায় ৩০ হাজার গ্রাহকের নথি হারিয়ে গেছে বলে জানা গেছে। গত বছরের ৬ ডিসেম্বর ঘটনাটি জানতে পারে রাজউক কর্তৃপক্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD