ছোট পর্দার ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। ব্যস্ততার মাঝেই সময় বের করে তিনি স্ত্রীকে নিয়ে উড়াল দিয়েছেন ভারতের দিল্লি। এরপর সোজা আগ্রায়।
নিজেদের তাজমহল দর্শনের ছবি ফেসবুকেও দিয়েছেন নিলয়। তাজমহলের সামনে হাঁটু গেড়ে স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির হাতে চুম্বন করে ভালোবাসা জানালেন নিলয়।
মমতাজ-শাহজাহানের প্রেমের নিদর্শনের সামনে দাঁড়িয়ে অনুভব করলেন ভালোবাসার অস্তিত্ব।