সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন




নোমানকে অপসারণ, বায়রার নতুন মহাসচিব আলী হায়দার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ৯:২৭ pm
Bangladesh Association of International Recruiting Agencies baira BAIRA বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা
file pic

বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানের ‘পদত্যাগপত্র’ গ্রহণ না করে তাকে ‘অপসারণ’ করার কথা জানিয়েছে সংগঠনটি।

সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এর সচিব আবু বকর আবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, বায়রার নতুন মহাসচিব হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী। তিনি ‘অপসারিত’ মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানের এর স্থলাভিষিক্ত হবেন।

সোমবার বায়রার কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আলী হায়দার চৌধুরী এর আগে ২০০৬-২০০৭ মেয়াদেও বায়রার মহাসচিব ছিলেন। বর্তমান কার্যনির্বহী কমিটিতে তিনি এতদিন সদস্য হিসেবে ছিলেন।

গত ১১ ফেব্রুয়ারি বায়রার ৩২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থিত সদস্যরা মহাসচিবের পদ থেকে নোমানের পদত্যাগের দাবি তোলেন। পরে সেদিন রাতে নোমান বায়রা অফিসে পদত্যাগপত্র জমা দেন।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবুল বাশার পরদিন বলেছিলেন, “যেহেতু সভার দাবি অনুযায়ী মহাসিচবের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, তাই পদত্যাগপত্র গ্রহণ করা হবে। তবে সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে তিনি সদস্য হিসেবে থাকছেন।”

তবে সোমবার কার্যনির্বাহী কমিটির সভায় ভিন্ন সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আবুল বাশার বলেন, “শামীম আহমেদ চৌধুরী নোমানের পদত্যাগপত্র গ্রহণ করেনি কার্যনির্বাহী কমিটি। আমরা এজিএমে সদস্যদের উত্থাপিত দাবির মুখে দেওয়া পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছি।”

গত ৩০ জানুয়ারি বায়রার ৩২তম এজিএম হয়। গঠনতন্ত্র অনুযায়ী এজিএমের ১৪ দিন আগে সদস্যদের কাছে বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদনসহ বিভিন্ন প্রতিবেদন পৌঁছানোর নিয়ম থাকলেও তা হয়নি।

এ বিষয়টিসহ বিভিন্ন বিষয়ে সদস্যদের দাবিতে ওই দিনের এজিএম মুলতবি করে ১১ ফেব্রুয়ারি তারিখ রাখা হয়। সেদিন মুলতবি সভায় মহাসচিব, কোষাধ্যক্ষ ও প্রধান উপদেষ্টার পদে থাকা ব্যক্তিদের নিয়ে সদস্যদের বড় অংশ আপত্তি তোলেন বলে জানিয়েছিলেন বায়রার যুগ্ম-মহাসচিব (৩) মোহাম্মদ টিপু সুলতান।

সোমবারের জরুরি সভায় অর্থ সচিব মিজানুর রহমানকেও ‘অপসারণ’ করা হয়েছে। আর প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মাদ নূর আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পাশাপাশি বেলাল হোসেন মজুমদারকে নতুন অর্থসচিব করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বায়রা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD