রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের ঘুষ নেয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর তাকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে ওসি জাকির হোসেনের ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। তার দ্রুত বদলি ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান পীরগঞ্জবাসী।
অভিযোগ রয়েছে, জাকির হোসেন পীরগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই ঘুষ বাণিজ্য, মানুষের দ্বন্দ্ব জিইয়ে রেখে ফায়দা আদায়, উন্নয়ন কাজ থেকে কমিশন নিতেন।
তবে ওসি জাকির হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। তাকে ঘুষের প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে ফাঁসাতে ভিডিও ক্লিপ প্রচার করছে।
রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি জাকির হোসেনকে পীরগঞ্জ থেকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। kalbela