বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন




আঙুর-খেজুরের পরিবর্তে বরই ও দেশি ফল দিয়ে ইফতার করেন: শিল্পমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৪:৪৬ pm
Shilpo minister Nurul Majid Mahmud Humayun Minister of Industries industry Industri শিল্পমন্ত্রী নূরুল নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন
file pic

আঙুর ও খেজুরের পরিবর্তে বরই ও দেশি ফল দিয়ে ইফতারের পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ‘অবস্থা বুঝে ব্যবস্থা’র পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আপনার সংসারে যেমন আপনি দেখেন, এইভাবে দেশটারেও দেখেন।’

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এসব পরামর্শ দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, ‘বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না, সবকিছু দেন। প্লেটটা ওভাবে সাজান। ইফতার পার্টি তো বলেই দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, দরকার নেই। কাজেই অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারে যেমন আপনি দেখেন, এইভাবে দেশটারেও দেখেন আপনারা সাংবাদিকরা। আকাশ থেকে খালি দেখেন না, নিচের থেকে এসেছেন আপনারাও। সেইগুলোও দেখেন, আশেপাশে দেখেন।’

নূরুল মজিদ বলেন, ‘আজকে আমাদের সমস্যা হলো স্বাধীনতাটা কীভাবে হয়েছে সেটা ভুলে গেছি। এটা আমাদের স্বাধীনতার মাস। এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের।’ তিনি বলেন, ‘আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন।’

শিল্পমন্ত্রী বলেন, ‘ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন। জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত। তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন, আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD