রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন




ঈদে এলো মমতাজের ‘তেজপাতা’

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪ ২:২৭ pm
Momtaz Begum folk singer লোকগানের সংগীত শিল্পী মমতাজ বেগম
file pic

রাজধানীর একটি ব্যস্ততম কাঁচাবাজার। শাক-সবজি, মাছ-মাংশ নিত্য প্রয়োজনীয় দোকানের জনসমাগমের ভেতরই হঠাৎ ফোকসম্রাজ্ঞী মমতাজকে দেখা গেলো।

একদল বাউল নিয়ে হাঁটতে হাঁটতে গাইছেন-বুঝলে নাকি বুঝপাতা, না বুঝিলে তেজপাতা, আমিতো ভাই কিছুই বুঝি না। দৃশ্যটি কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতে টিএম রেকর্ডসের ব্যানারে ফোকসম্রাজ্ঞী মমতাজের ‘তেজপাতা’ নামক ঈদের গানের।

ঈদ উপলক্ষে ১০ মার্চ গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, বহুদিন পরে ঈদে একটা নতুন গান করলাম। বাংলাদেশের সংগীত নিয়ে যে মানুষটির বড় অবদান সে তাপস ভাইয়ের টিএম রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হল।

তাকে ধন্যবাদ আমার ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেয়ার জন্য। এটি নিঃসন্দেহে শ্রোতাদের জন্য বড় ঈদ ধামাকা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD