শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন




১৮ টাকা কেজিতে খোলা আটা বিক্রি করবে সরকার

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৭:২১ am
cornflour corn flour whole wheat meal আটা ময়দা
file pic

আগামী ১ অক্টোবর থেকে দেশের ৮৯১ কেন্দ্র থেকে ১৮ টাকা কেজিতে খোলা আটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া রাজধানীর একটি কেন্দ্র থেকে ২০ টাকা কেজিতে প্যাকেটজাত আটা বিক্রি করা হবে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন।

এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের মূল্যের চেয়ে বেশি দামে গম কেনার অভিযোগ করে টিআইবি যে বিবৃতি দিয়েছে সেটি পুরোপুরি মিথ্যা।গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) দেয়া টিআইবির বিবৃতি প্রত্যাখ্যান করে খাদ্যসচিব বলেন, গম কেনার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হয়নি। সব ধরনের নিয়ম মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় রাশিয়া থেকে গম কেনা হয়েছে।

সংবাদ সম্মেলনে চালের মূল্য নিয়ে খাদ্য সচিব জানান, চালের দাম নিয়ন্ত্রণে দেশে মিলার পর্যায়ে চালের ক্রয় বা বিক্রয় মূল্য উল্লেখ করার নির্দেশনা দেয়া হয়েছে।তিনি বলেন, খুচরা, পাইকারি ও মিলার পর্যায়ে চালের দামের সঠিক তথ্য তুলে ধরতেই ওয়েবসাইটে প্রতিদিনের ক্রয় ও বিক্রয় মূল্য উল্লেখ করতে হবে।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD