চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা জারির ফলে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সেদেশে খরচ পাঠাতে আর কোনও বাধা থাকলো না।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনার কারণে চীনে ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি থাকায় চীনে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী বাংলাদেশে অবস্থান করে অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখন এসব শিক্ষার্থী চীনের ভিসার জন্য আবেদন করতে শুরু করেছেন। তাই তাদের বকেয়া মাশুল পরিশোধের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদানের খরচ পরিশোধে যাতে কোনও বাধা তৈরি না হয়, তা নিশ্চিত করতে সব ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধানও মেনে চলতে হবে ব্যাংকগুলোকে।