সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন




প্রধানমন্ত্রীকে সংলাপে বসতে বললেন জাফরুল্লাহ

প্রধানমন্ত্রীকে সংলাপে বসতে বললেন জাফরুল্লাহ: প্রধানমন্ত্রীকে সংলাপে বসতে বললেন ডা. জাফরুল্লাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ২:৩৭ pm
Gonoshasthaya Kendra Doctor Zafrullah Chowdhury গণস্বাস্থ্য কেন্দ্র ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী
file pic

প্রধানমন্ত্রীকে সংঘাত পরিত্যাগ করে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘দেশে সুশাসনের জন্য বিরোধী দলের কথা শোনেন। আলাপ–আলোচনায় অংশ নেন। তাহলেই দেখবেন সুশাসনের পথে অগ্রসর হচ্ছি।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন জাফরুল্লাহ চৌধুরী। মাওলানা ভাসানীর মৃত্যুদিবস ১৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণার দাবিতে এই সমাবেশের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ নামের একটি সংগঠন।

প্রধানমন্ত্রী ভুল পথে রয়েছেন উল্লেখ করে সমাবেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি যা কথা বলেন, তা কাজে পরিণত করেন না। আপনি পরিষ্কারভাবে বলেছিলেন, বিরোধী দলের সমাবেশে বাধা দেবেন না। মানুষ যখন জেগেছে, রাস্তায় নেমেছে, সমাবেশ করছে, আপনি বাস বন্ধ করে দিয়েছেন। আপনি রিকশা বন্ধ করে দিয়েছেন। এই করে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না।’

প্রধানমন্ত্রী ভারতের অত্যাচার দেখছেন না মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রতি সপ্তাহে ভারত একজন করে লোককে সীমান্তে হত্যা করে। এর কোনো প্রতিবাদ নেই। আপনার পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। তিস্তার পানি আনা তো দূরের কথা, সেটা আরও দূরে সরে দিল্লিতে চলে গেছে। আজকে যে অবস্থা, আপনি ক্রমান্বয়ে ভুল পথে অগ্রসর হচ্ছেন। ভুল পথ থেকে বেরিয়ে আসেন।’

গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাস্ট্রি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আজকে যেকোনো সমাবেশ হলেই বাধা আসছে। আপনি কথা দিয়েছিলেন, মামলা-মোকদ্দমা করবেন না, কাউকে গ্রেপ্তার করবেন না। এখনো আলেমরা জেলে আছেন। তাঁদের আজও মুক্তি দেননি। আপনার এসব অনাচার বন্ধ করেন। না হলে বিপদ আরও ঘনিয়ে যাবে।’

‘আজকে বাংলাদেশের অবস্থাটা কী? মৃত্যু আর মৃত্যু। আত্মহত্যা। রাস্তায় মৃত্যু, কলেজে মৃত্যু। নারায়ণগঞ্জে মৃত্যু। এই মৃত্যুর জন্য দায়ী কে? চাল কিনতেই সাধারণ মানুষের আয়ের ৩২ ভাগ টাকা লাগে। বুঝতেই পারেন, আমাদের অবস্থাটা কী,’ বলেন জাফরুল্লাহ চৌধুরী।

প্রধানমন্ত্রীকে ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দিনকে দিন বলতে শিখুন। তাহলেই আমাদের সবার জন্য মঙ্গল হবে; বিশেষ করে আপনার জন্যও।’

এদিকে দুর্ভিক্ষের কথা বলে মানুষকে ভয় দেখানো হয়েছে বলে সমাবেশে অভিযোগ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘যদি দেশে কোনো দুর্ভিক্ষ হয়ও, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো লোক না খেয়ে মারা যাবেন? এখনই তাঁরা বাজার করার জন্য ঢাকায় যেতে পছন্দ করেন না। তাঁরা সিঙ্গাপুর যেতে চান। তাঁদের এত টাকা, খরচ করার জায়গা পাচ্ছেন না। দুর্ভিক্ষ যদি হয়, তাঁদের কী আসে–যায়।’

ক্ষমতাসীনদের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কারা টাকা পাচার করেছেন, আমরা জানি। কারা লুট করেছেন, আমরা জানি। কারা গরিবের সম্পদ চুরি করেছেন, আর কে সারা দেশের সমস্ত ভোটের পদ্ধতি ধ্বংস করে দিয়েছেন, জানি আমরা। তাঁদের বিচার হতে হবে। তাঁদের বিচার যদি না হয়, তাহলে দুর্বৃত্তরা চিরজীবন এ ধরনের অন্যায় করে মাফ পাবে। তাহলে দেশে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করতে পারবেন না।’

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘ভাড়াটে গুন্ডা দিয়ে আন্দোলন দমন করতে পারবেন না। কোন পথ বেছে নেবেন, সেটা ঠিক করেন। মানুষ এবার নতুন স্বপ্ন বুনেছে। আপনারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। কেবল বিরোধী দলেরই নয়, নিজেদের দলের সদস্যদেরও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’

এই নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো ক্ষমতা নেই উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের সমস্যা সাংবিধানিকভাবে সংস্কার করে বদলাতে হবে।’ সাংবিধানিক ক্ষমতাকে স্বৈরাচারী-জমিদারি ক্ষমতা বানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি

আয়োজক সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্ব সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD