আপাতত কিছু আইফোন ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তবে খুব দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিটা ভার্সনেও ফিচারটি চালু হবে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত হয় মেটার মালিকানাধীন এই অ্যাপটিতে। তারই ধারাবাহিকতায় এবার আসছে তারিখ দিয়ে পুরোনো মেসেজ খুঁজে পাওয়ার সুবিধা।
ব্যক্তিগত চ্যাট বক্স কিংবা গ্রুপ মেসেজের ক্ষেত্রে তারিখ দিয়ে সার্চ করেই পৌঁছে যাওয়া যাবে সেই দিনের কথোপকথনে। তবে এখনই সুবিধাটি সবাই উপভোগ করতে পারবেন না। আপাতত কিছু আইফোন ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তবে খুব দ্রুতই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিটা ভার্সনেও ফিচারটি চালু হবে।
চলুন দেখে নেয়া যাক কীভাবে তারিখ দিয়ে খুঁজে পাওয়া যাবে পুরোনো মেসেজ।
>> প্রথমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট ওপেন করুন।
>> সার্চ উইনডোতে গিয়ে ক্যালেন্ডার আইকনে টাচ করুন।
>> যে তারিখের মেসেজ পড়তে চান, সেই তারিখটি বেছে নিন।
>> স্ক্রল ব্যাক করলেই একলাফে সেই দিনের মেসেজে পৌঁছে যাবেন।