আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে শুক্রবার। প্রতিবছরের মতো এবারও ৯ ডিসেম্বর সরকারি-বেসরকারিভাবে জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালন করা হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’।
প্রতিবছরের মতো এবারও দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দুদক সচিব মো মাহবুব হোসেন জানান, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদের আলোকে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৯ ডিসেম্বর (শুক্রবার) ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন করা হবে। এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব।’
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে শুক্রবার সকাল সোয়া ৮টায় দুদক প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা। সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দুদক প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারসহ সব পর্যায়ের কর্মচারী এবং বিভিন্ন সরকারি দফতরের কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, এনজিওসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠান ও দুদক মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি বাণীবদ্ধ ভাষণ দেবেন। বিশেষ অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী উপস্থিত থাকবেন। এ ছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।