মালয়েশিয়ার পার্লামেন্টে আস্থাভোটে উতরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার উপ-প্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ প্রস্তাবটি উত্থাপন করেন। এ নিয়ে ঘণ্টা দুয়েকের মতো বিতর্ক পর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে অধিকাংশ আইনপ্রণেতা আনোয়ার ইব্রাহিমের পক্ষে রায় দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
পার্লামেন্ট অধিবেশন শেষে বিষয়টি নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিজিটাল যোগাযোগ বিষয়ক মন্ত্রী ফাহমি ফাদজিল। তিনি বলেন, ২২২ জন আইনপ্রণেতার মধ্যে ১৪৮ জন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের প্রতি সমর্থন জানিয়েছেন।
সরকারপ্রধান হিসেবে টিকে থাকতে ন্যূনতম ১১২ জন আইনপ্রণেতার সমর্থন নিশ্চিতের বাধ্যবাধকতা ছিল আনোয়ার ইব্রাহিমের। তবে এর চেয়ে ঢের বেশি সমর্থন নিশ্চিত করতে সমর্থ হয়েছেন তিনি।
সংস্কারবাদী রাজনীতিক হিসেবে পরিচিত ৭৫ বছরের আনোয়ার ইব্রাহিম একটি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এই জোটে তার নিজ দল অ্যালায়েন্স অব হোপ বা পাকাতান হারাপানের পাশাপাশি বারিসান ন্যাশনাল এবং গাবুঙ্গান পার্টি সারওয়াক (জিপিএস)-ও অন্তর্ভুক্ত রয়েছে।