বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন




নতুন বছরের বাকি ১১ দিন, ছাপাখানায় শেষ মুহূর্তের ব্যস্ততা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১১:৫২ am
Printing press প্রিন্টিং প্রেস Boi Mela Dhaka Book Fair Amor Ekushe Grantha Mela Ekushey Book Fair অমর একুশে গ্রন্থমেলা বইমেলা বই মেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমি চত্বর book fair নতুন বই উৎসব বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি NCTB Boi Mela Dhaka Book Fair Amor Ekushe Grantha Mela Ekushey Book Fair অমর একুশে গ্রন্থমেলা বইমেলা বই মেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমি চত্বর book fair নতুন বই উৎসব পাঠ্যবই নতুন বই ছাপাখানা
file pic

নতুন বছরে বই উৎসবের বাকি আর ১১ দিন। বছরের শেষ সময়ে তাই ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার শ্রমিকরা। কাগজ সংকট প্রকট হওয়ায় এবার পাঠ্যপুস্তক প্রস্তুতে বেশ পিছিয়ে ছাপাখানাগুলো। প্রাথমিক পর্যায়ের বই ছাপার কাজ শুরু করা হয়েছে মাত্র সপ্তাহ আগে। বিদেশ থেকে ভার্জিন পাল্প ও কাগজ আমদানি বন্ধ থাকায় অধিকাংশ বই ছাপা হচ্ছে নিম্নমানের কাগজে। এসব বই শিক্ষার্থীরা কতদিন যত্নসহকারে ব্যবহার করতে পারবে তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা মনিটরিং বাড়িয়েছে, নিম্নমানের অনেক বই বিনষ্টও করা হয়েছে। আর ছাপাখানার মালিকরা বলছেন, তারা এনসিটিবির অনুমোদন নিয়েই এমন কাগজে বই ছাপছেন। ঢাকার যাত্রাবাড়ী ও মাতুয়াইলের বিভিন্ন ছাপাখানা ঘুরে এসব তথ্য জানা যায়।

সরেজমিনে দেখা যায়, মাতুয়াইল কলেজ রোডের ব্রাইট প্রিন্টিং প্রেসে বই ছাপানোর কাজে ব্যস্ত কর্মচারীরা। প্রাথমিকের দ্বিতীয় শ্রেণির ইংরেজি বই ছাপার কাজ চলছে তখন। বইয়ে ব্যবহৃত কাগজের কোনো ঔজ্জ্বল্য নেই। ছাপা হচ্ছে ম্যাড়মেড়ে নিউজপ্রিন্ট কাগজে। কাগজ যে মানসম্মত নয় তা যে কেউ বুঝবে। ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির সাতটি প্রেস রয়েছে। তিনটির নামে কাজ নিয়ে বাকিগুলোতে নিম্নমানের বই তৈরির অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

প্রেসের মধ্যে দেখা যায়, প্রাথমিকের প্রথম-দ্বিতীয় শ্রেণির বেশ কিছু বই প্রবেশমুখে রাখা হয়েছে। সেসব বইয়ে তেমন কোনো ত্রুটি দেখা যায়নি। নিম্নমানের কাগজে যেসব বই তৈরি করা হচ্ছে তা প্রকাশ্যে রাখা হচ্ছে না। আগামী বছর শিশুদের হাতে তুলে দেওয়া হবে এসব বই।

এসময় তড়িঘড়ি করে প্রেসে আসেন ম্যানেজার আব্দুল কাইয়ুম। নিম্নমানের কাগজ দিয়ে কেন বই তৈরি করা হচ্ছে প্রশ্ন করলে তিনি জাগো নিউজকে জানান, পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন নিয়ে তারা এই কাগজে বই তৈরি করছেন। তাদের অনুমোদন ছাড়া খারাপ কাগজ ব্যবহার করা হয় না। মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩৮ লাখ আর প্রাথমিকের ১০ লাখ বই তৈরির অর্ডার পেয়েছেন তারা। শিডিউল মোতাবেক তারা মাধ্যমিক ও প্রাথমিকের বই ছাপাচ্ছেন।

ব্রাইট প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী এস এম মহাসীন বলেন, এবছর কাগজের বড় সংকট তৈরি হয়েছে। ভালোমানের কাগজ পাওয়া যাচ্ছে না বলে কিছু খারাপ কাগজ ব্যবহার করা হতে পারে। তবে ইন্সপেকশন এজেন্সি ও এনসিটিবির পরিদর্শকদের অনুমোদন নেওয়ার পর সেসব কাগজ বই ছাপানোর জন্য দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাধ্যমিকের ৩৮ লাখ বইয়ের মধ্যে ৫০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। প্রাথমিকের বই দু’দিন ধরে ছাপা শুরু করা হয়েছে। ১০ লাখ বইয়ের মধ্যে দু’দিনে লক্ষাধিক ছাপা হয়ে গেছে। নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপানোর কথা নয়। কেউ যদি সেটি করে তবে সেটি খোঁজ নিয়ে দেখা হবে।

পাশেই ফরাজী প্রিন্টিং প্রেস মাধ্যমিকের ৩৭ লাখ আর প্রাথমিকের দুই লাখ বই তৈরির কাজ পেয়েছে। মাধ্যমিকের ৩০ লাখ কপি এরই মধ্যে উপজেলা পর্যায়ে পাঠিয়ে দু’দিন ধরে প্রাথমিক পর্যায়ের বই তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রেসের ভিতরে গিয়ে দেখা যায়, নিউজপ্রিন্টের মতো দেখতে কালচে রঙের কাগজ দিয়ে প্রাথমিকের বাংলা, ইংরেজি ও অংক বই ছাপানো হচ্ছে। প্রেসের চারপাশ জুড়ে নিম্নমানের কাগজের রোল।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত একজন কর্মী জানান, কাগজ পাওয়া যাচ্ছে না বলে বর্তমানে যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে বই ছাপানো হচ্ছে। নিউজপ্রিন্টের মতো দেখতে কাগজের রং কালো হওয়ায় বইয়ের ভিতরে রঙিন লেখা ফুটছে না। পানি লাগলে এসব বই দ্রুত নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের কাছে গেলে এসব বই এক বছর দূরের কথা, তিন মাসও ভালো থাকবে না।

তবে এ প্রেসের ম্যানেজার পরিচয় দেওয়া কাউসার আহামেদ বলেন, এনসিটিবির অনুমোদন নিয়ে আমরা এসব কাগজ বই তৈরিতে ব্যবহার করছি। যেগুলো বেশি কালো হয়ে যাচ্ছে সেগুলো বাতিল করা হচ্ছে, ভালোগুলো সাজিয়ে রাখা হচ্ছে। একেক কাগজের মিল থেকে একেক ধরনের কাগজ আসছে বলে তৈরি হচ্ছে এমন পরিস্থিতি।

নিয়মিত তাদের ছাপাখানায় মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

এই এলাকায় ন্যাশনাল প্রিন্টার্সে ২০২৩ সালের পাঠ্যবই তৈরি করতে দেখা যায়। বর্তমানে তারা প্রাথমিকের দ্বিতীয় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই ছাপাচ্ছে। এখানে ভালোমানের কাগজেই প্রস্তুত করা হচ্ছে বই।

প্রেসের ম্যানেজার মো. আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, আমরা দুই লটে মাধ্যমিকের ১১ লাখ ও প্রাথমিকের প্রায় ৯ লাখ বই প্রস্তুত করছি। এ পর্যন্ত মাধ্যমিকের সাত লাখের বেশি বই উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকের লক্ষাধিক কপি প্রস্তুত।

গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে প্রেস মালিকদের সভার পর তারা মাধ্যমিকের বই বন্ধ করে প্রাথমিকের বই তৈরির কাজ শুরু করেছেন বলে জানান।

তিনি বলেন, আমরা তিনদিন আগে সাত ট্রাক মানসম্মত কাগজ কিনে প্রাথমিকের বই তৈরির কাজ শুরু করেছি। বর্তমানে কাগজ পাওয়া যাচ্ছে না। তবে আমরা ভালোমানের কাগজ ছাড়া নিচ্ছি না।

নিম্নমানের কাগজে বই তৈরির বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, যারা নিম্নমানের কাগজ দিয়ে বই দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মনিটরিং আগের চেয়ে বাড়ানো হয়েছে। কোনোভাবে তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে বই পাঠানোর আগে ইন্সপেকশন এজেন্সি ও এনসিটিবির মনিটরিং টিম ছাড় করছে। কেউ কেউ আমাদের চোখ ফাঁকি দিয়ে অধিক লাভের আশায় খারাপ কাগজ ব্যবহার করছে। সেটি ধরা অনেক কঠিন হয়ে যায়। তারপরেও যাদের এ ধরনের বই পাওয়া যাচ্ছে তা কেটে বাতিল করা হচ্ছে। এ পর্যন্ত সাত প্রেসের ৫০ হাজারের মতো বই বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে একটি প্রেসের কাগজ।

এরপরও বই ডেলিভারি দেওয়ার পরবর্তী দুই মাস পর্যন্ত ওয়ারেন্টি পিরিয়ড থাকে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, বই ডেলিভারি দেওয়ার পর প্রেস মালিকদের ২০ শতাংশ বিল আটকে রাখা হয়। এ সময়ের মধ্যে কারও নিম্নমানের বই চিহ্নিত হলে তাকে জরিমানা করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD