বুধবার, ১৮ জুন ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন




আমের মুকুলে ছেয়ে গেছে গাছ, ছড়াচ্ছে ঘ্রাণ

আমের মুকুলে ছেয়ে গেছে গাছ, ছড়াচ্ছে ঘ্রাণ: আমের মুকুলে ছেয়ে গেছে গাছ, ছড়াচ্ছে ঘ্রাণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩ ১১:৫৫ am
Mukul aam Aam flower Mango Amer Mukul Amer Bol আমের বোলআমের ফুল গুটি আম মুকুল আমের মুকুল ঝরা রোধে করণীয়
file pic

পৌষের শীতে কাঁপছে দেশ। হাড় কাঁপানো শীতে জনজীবন অনেকটা বিপর্যস্ত। এ অবস্থাতেই আমের মুকুলের মো মো ঘ্রাণ ছড়াচ্ছে মাগুরায়। আগাম মুকুলের সোনালী রং নজর কাড়ছে সবার।

মাগুরা পৌর শহর, সদর উপজেলার ইছাখাদা, নরিহাটি, আলাইপুর, আলমখালী, পাকা কাঞ্চনপুর এলাকায় ঘুরে দেখা যায়, আগাম আমের মুকুলে ছেয়ে গেছে বাগান। কিছু কিছু বাড়ির গাছেও মুকুল দেখা গেছে। কিছু কিছু গাছে আমের গুঁটি দেখা যাচ্ছে। এক মুকুল আরেক মুকুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল।

সাধারণত মাঘের শেষ অথবা ফাগুনের শুরুতে আমগাছে মুকুল আসে। সেখানে আগাম এ মুকুল দেখে মুগ্ধ হচ্ছেন মানুষ।

পৌর শহরের শহরের আদর্শপাড়ার বাসিন্দা তরিকুল ইসলামের বাড়িতে থাকা আম গাছে মুকুল এসেছে। এখন তিনি গাছের পরিচর্যা করছেন।

তরিকুল বলেন, ‘এবার আগাম মুকুল এসেছে। ঘন কুয়াশায় যেন মুকুল নষ্ট না হয়ে এ জন্য আগেই স্প্রে করছি।’ তবে গাছটির জাত সম্পর্কে তিনি তেমন কোনো তথ্য জানাতে পারেননি।

পাকাকাঞ্চনপুর গ্রামের আম বাগানের মালিক সাখাওয়াত মুন্সি বলেন, বাগানের অধিকাংশ গাছ-ই মুকুলে ছেয়ে গেছে। এবার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, শীতের শুরুতে আগাম কিছু জাতের মুকুল এরই মধ্যে আসতে শুরু করেছে। ইতিমধ্যে যেসব গাছে মুকুল এসেছে সেসব গাছে অধিক ফলনের জন্য কৃষকদের স্বল্পমাত্রায় কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। কুয়াশা বেশি হলে সাদা পানি স্প্রে করতে বলা হয়েছে। আগাম জাতের আমের মুকুল সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে ফলে পরিণত করতে পারলে কৃষকরা অধিক লাভবান হবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD