বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন




দুই প্রতিষ্ঠানের বন্ড ও আইপিও অনুমোদন বিএসইসি’র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩ ১১:৪৬ am
শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket bsec Bangladesh Securities and Exchange Commission বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি stock
file pic

ব্যুরো বাংলাদেশের ১৫০ কোটি টাকার নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুললি রিডিমেবল ও সাসটেইনেবল ফাইন্যান্স জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একইসঙ্গে সংস্থাটি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি টাকা উত্তোলনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) অনুমোদন দিয়েছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যুরো বাংলাদেশের দুই বছর মেয়াদি এ বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট উচ্চ একক বিনিয়োগকারীর মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৮ শতাংশ ডিসকাউন্টে এ বন্ড ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর অর্থ পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক সুবিধাযুক্ত নতুন এবং চলমান প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে ক্ষুদ্র ঋণ অথবা এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে ঋণ প্রদানের জন্য ব্যবহার করবে ব্যুরো বাংলাদেশ।

অন্যদিকে আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১৬ কোটি উত্তোলন করবে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD