তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৮ হাজার ৭০০ জন মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে “রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম” (আরআরএফ)। ধর্ম মন্ত্রণালয়, হজ-ওমরাহ ও ধর্মীয় বিটে মূল ধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একমাত্র জাতীয় সংগঠন আরআরএফ’র সভাপতি উবায়দুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু সংগঠনের নির্বাহী কমিটির পক্ষে এ শোক জানান।
৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার এক বিবৃতিতে আরআরএফ নেতৃবৃন্দ নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশ দু’টিতে সংগঠিত স্মরণকালের ভয়াবহ এ ভুম্পিকম্পে আহত ও ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহবান জানান নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপে ও ইদলিবসহ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। এতে দুই দেশে ধসে পড়েছে হাজার হাজার ভবন।
শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৭০০ জনে দাঁড়িয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।