সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন




টেকনাফে এক কেজি ক্রিস্টালমেথ ও বিপুল ইয়াবা জব্দ

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১০:৫২ am
ইয়াবা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি bgb পাচার বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি
file pic

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এসময় ২০ কেজি কারেন্ট জাল এবং ১টি নৌকা আটক করা হয়। তবে এঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, সোমবার রাতে টেকনাফের ন্যাচারি পার্ক (ডবল জোড়া) নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদে অভিযান চালানো হয়।

রাত ১২টার দিকে দুই ব্যক্তিকে নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এসময় নৌকায় থাকা ব্যক্তিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে জালের ভিতরে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

২-বিজিবি অধিনায়ক আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD