শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ পূর্বাহ্ন




ফেসবুক স্ট্যাটাস/ তানজিমের উদ্দেশে মিরাজের বার্তা

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৪ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Mehidy Hasan Miraz cricketer batsman ক্রিকেটার ক্রিকেট মেহেদী হাসান মিরাজ mehedi
file pic

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দেওয়া নিয়ে তোলপাড় চলছে। এরই মধ্যে আজ দুঃখ প্রকাশ করে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম হাসান।

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, তানজিম বলেছেন. কাউকে আঘাত করতে পোস্টটি দেননি। কাউকে উদ্দেশ করে কিংবা কিছু টার্গেট করে এই পোস্ট দেওয়া হয়নি। তানজিমের প্রতি এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়েছেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাঁর ফেসবুক স্ট্যাটাসটা এরকম—

‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়তো তোমার উপস্থাপনটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধান ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, ৪১ অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যাসন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে ও স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারীবিদ্বেষের কথা তো এখানে আসেই না।

সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD