বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন




বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান মাহমুদুল্লাহ, তামিম ও মুশফিকের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ৩:২৩ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

দু’টি চারদিন ও তিনটি একদিনের ম্যাচ খেলতে তামিলনাড়ু সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে সিরিজ দু’টির জন্য ২টি ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সফরে যেতে মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুশফিকুর রহীমদেরও প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের এই তিন অভিজ্ঞ ক্রিকেটার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। এই ফরম্যাট থেকে অবসরে গেছেন তামিম ও মুশফিক। যেকারণে এই তিনজনকে তামিলনাড়ুর বিপক্ষে ‘বিসিবি একাদশে’ অন্তর্ভূক্ত করার পরিকল্পনা ছিল বোর্ডের। তবে ১০ই অক্টোবর থেকে শুরু হতে চলা জাতীয় ক্রিকেট লীগের কারণে এই সফরে যেতে চান না তামিম-মুশফিক। আর মাহমুদুল্লাহ আপাতত খেলার বাইরে থাকতে চান।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা অন্য জাতীয় ক্রিকেটারদের সঙ্গে তাদেরও প্রস্তাব দিয়েছিলাম। তামিম ও মুশফিক জাতীয় লীগে খেলবে। মাহমুদুল্লাহ কোথাও খেলতে আগ্রহী নয়।’ আগামী ৯ই অক্টোবর দেশ ছাড়বে বিসিবি একাদশ।

১২-১৫ই অক্টোবর তামিলনাড়– একাদশের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে লড়বে বিসিবি একাদশ। দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে ১৯ই অক্টোবর। ২৭শে অক্টোবর হবে প্রথম একদিনের ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি যথাক্রমে ২৯ ও ৩১শে অক্টোবর।

চলতি মাসে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে আর্থিক দুরবস্থায় সিরিজটি বাতিল করে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। এরপর তামিলনাড়ুর রঞ্জি ট্রফির দলের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি।

চারদিনের ম্যাচের স্কোয়াড

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম ও এনামুল হক।

ওয়ানডে স্কোয়াড

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD