সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন




ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন দাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ১:৪৬ pm
Litton Kumer Das Cricket cricketer wicket keeper Tigers লিটন কুমার দাস ক্রিকেট অধিনায়ক উইকেট কিপার ক্রিকেটার ব্যাটসম্যান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

শেষ মুহূর্তের ইনুজরিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক তামিম ইকবাল। কুঁচকিতে টান পড়ায় টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা আছে। অভিজ্ঞ এই ক্রিকেটারের অনুপস্থিতিতে লিটন কুমার দাসকে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ৫৭ ওয়ানডেতে ১ হাজার ৮৩৫ রান করা লিটন বাংলাদেশের ১৫তম অধিনায়ক হতে যাচ্ছেন। সবকিছু বিবেচনায় নেতৃত্ব গুণাবলীতে ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানকে সবচেয়ে যোগ্য মনে করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘লিটন দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এবং তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে। তার ক্রিকেটীয় ভাবনার গভীরতা আছে এবং খেলাটি ভালোভাবে পড়তে জানে সে।’

‘এমন গুরুত্বপূর্ণ সিরিজে ইনজুরির কারণে তামিমকে হারানো খুবই দুঃখজনক, বিশেষ করে তার অধিনায়কত্বের কারণে। দলটি গত কয়েক বছরে অসাধারণ ক্রিকেট খেলেছে এবং এই ফরম্যাটে সে আমাদের সবচেয়ে সফল ব্যাটসম্যান। তাকে মিস করব আমরা, কিন্তু আমরা এটাও মনে করি যে লিটনের মধ্যে অধিনায়ক হিসেবে ভালো করার গুণ আছে।’

প্রথম ওয়ানডেতে তাসকিন আহমেদকেও দলে পাবে না বাংলাদেশ। ফিজিওর পরামর্শ অনুযায়ী প্রথম ওয়ানডেতে বিশ্রামে থাকবেন পিঠের ব্যথায় ভোগা ডানহাতি এই পেসার। তার বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবেন কোহলি-রোহিতরা। ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের ম্যাচটি মিরপুরেই হবে ৭ ডিসেম্বর। শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে।

ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল: লিটন কুমার দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD