সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন




এইচএসসির ভর্তিতে ৭ লাখ আসন খালি আছে: শিক্ষামন্ত্রী

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ১০:৪০ am
Dipu Moni Minister of Education দীপু মনি শিক্ষামন্ত্রী দীপু
file pic

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কী কারণে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারলো না খতিয়ে দেখে ভালো ফলাফলের ব্যবস্থা নেয়া হচ্ছে। এবছর যে পরিমাণ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তার চেয়ে প্রায় ৭ লাখ বেশি আসন (সিট) রয়েছে এইচএসসির জন্য। এইচএসসির ভর্তি পরীক্ষা সুনির্দিষ্ট নিয়মে বরাবরের মতো অনুষ্ঠিত হবে। তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই। সকলেই সিট পাবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো এদেশের একেবারে সেরা মেধাবীদেরকে ছেঁকে নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে সেরা মেধাবী শিক্ষার্থীগুলো যখন সবাই এক জায়গায় যায় তখন তারা তাদের প্রচেষ্টায় বাবা-মায়ের প্রচেষ্টায় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় আরো ভালো ফলাফল করে। শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানের খুব বেশি মাহাত্ম্য আছে বলে মনে করি না।

তিনি বলেন, আমাদের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছে। তাই কারো প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই। অনেক সিট রয়েছে। কোন প্রতিষ্ঠানে ভর্তি হলাম তার চাইতে বেশি আমাদের শিক্ষার্থীরা পড়াশুনা ঠিকমতো করলো কিনা, খারাপ পথে বা ভুল পথে চলে না যায় বাবা-মা সেটা অন্তত যাতে ঠিকভাবে নজর রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহামুদ, বিজয়মেলার চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার যুদ্ধাহত মুক্দিযোদ্ধা এম এ ওযাদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ গাজী ও পৌর সভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD